‘ড্রেসিংরুমে হতাশায় ব্যাট ছুঁড়ে দেখি চতুর্থ আম্পায়ার ডাকছেন’

Jaker Ali Anik
ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

১৬ বলে ১৭ রানেই থেমে গিয়েছিলো জাকের আলি অনিকের ইনিংস। রান আউট হয়েছেন জেনে চরম হতাশায় ড্রেসিংরুমে ফিরে ব্যাট ছুঁড়ে মারেন তিনি। কিন্তু খানিকপর আচমকা দেখতে পান চতুর্থ গ্রেগরি ব্র্যাথওয়েটকে। তিনি জানানে আসলে জাকের নন, আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। নাটকীয়ভাবে আবার ক্রিজে গিয়ে পরে ঝড় তুলেন এই ব্যাটার। তার ৪১ বলে ৭২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ পায় বড় জয়।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়া বাংলাদেশের সামনে এদিন ছিলো হোয়াইটওয়াশের মিশন। তাকে আগে ব্যাটিং বেছে ভালো শুরুর পর হোঁচট খায় বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে তখন ক্রিজে জাকের ও শামীম।

১৫তম ওভারে ভুল বোঝাবুঝিতে দুজন চলে যান এক প্রান্তে, সহজ রান আউট। দুই ব্যাটার এক প্রান্তে থাকায় কে আউট হয়েছেন তা নিয়ে দ্বিধা ছিলো। আম্পায়াররা জাকেরকে শুরুতে আউট দিলে তিনি হতাশায় নিজের উপর রাগ ঝাড়তে থাকেন, ড্রেসিংরুমে ফিরে ছুঁড়ে মারেন ব্যাট।

চরম হতাশা থেকে খানিক পর পরম আনন্দে ভাসেন তিনি, চতুর্থ আম্পায়ার এসে জানান তিনি আউট নন, আউট শামীম। আবার ক্রিজে ফিরে পরের ২৫ বলে যোগ করেন ৫৫ রান। বাংলাদেশকে নিয়ে যান ১৮৯ রানে, যাতে ভর করে আসে সহজ জয়।

ম্যাচ সেরা হয়ে জাকের জানান তার কারণে দুই ব্যাটার রান আউট হওয়ায় পুষিয়ে দেওয়ার জেদ কাজ করেছে তার ভেতর,  'ওটা ছিলো ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি। ড্রেসিংরুমে ফিরে হতাশায় আমি ব্যাট ছুঁড়ে ফেলি, হঠাৎ দেখি চতুর্থ আম্পায়ার আমাকে ডাকছেন। এরপর আমার জন্য আরেকটা রানআউট হলো। আমি তখন নিজে থেকে জেদ অনুভব করি। সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা ভালো খেলতে সহায়তা করার জন্য। আমি তাদের (শামীম ও শেখ মেহেদী) রানগুলোও করতে পেরেছি।'

সেন্ট ভিনসেন্টের উইকেটে স্পিনারদের সহায়তা পেতে দেখা গেছে সব ম্যাচেই। তবে এদিন উইকেট আগের থেকে ভালো দেখায় বড় রানের চিন্তা ছিল জাকেরের, 'বাকি দুই ম্যাচের চেয়ে আজকের উইকেট তুলনামূলক ভালো ছিলো। আমি ক্রিজে গিয়ে সময় নিতে চেয়েছি। আমি নিজেকে জানি, যদি টিকে থাকতে পারি রান করতে পারব এই বিশ্বাস ছিলো।'

এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরো সিরিজজুড়ে ভালো করেছেন জাকের। টেস্টে দুই ফিফটির পর ওয়ানডেতেও এক ম্যাচে করেন ফিফটি। টি-টোয়েন্টিও শেষ করলেন ফিফটি দিয়ে। তিন ফরম্যাটে পুরো সিরিজে ৫১.১২ গড়ে ৪০৯ রান এসেছে তার ব্যাটে। ভালো খেলায় মানসিকতা ও ভালো প্রস্তুতির কথা জানালেন তিনি,  'সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমার জন্য অসাধারণ সিরিজ। পুরো সিরিজ জুড়েই (ভালো খেলতে পারার তৃপ্তি)।'

'আসলে এটা মানসিকতার ব্যাপার। আপনি জানেন ক্যারিবিয়ানরা শক্তভাবে সব সংস্করণে চ্যালেঞ্জ জানাবে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে। আমি এখানে বিশ্বকাপ খেলেছি, যদিও ভালো করতে পারিনি। আমি দেশে ফিরে ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। অবশেষে সব কিছু আমার পক্ষে এসেছে।'

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

45m ago