ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী গ্রেপ্তার

নিশিতা ইকবাল নদী

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিএমপির গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, দুই দিন আগে ঢাকার পান্থপথ এলাকায় স্কয়ার হাসপাতালের পাশে একটি ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। সেই মিছিলে ছাত্রলীগ নেত্রী আলফাতারা কাজলের সঙ্গে নেতৃত্ব দেন নদী।

ডিএমপি সূত্র জানায়, কলাবাগান থানায় দায়ের করা মামলায় নদীকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments