ভারতের সঙ্গে চুক্তি উন্মোচনসহ ৬ দফার ভিত্তিতে ডিসেম্বরব্যাপী জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি

জাতীয় নাগরিক কমিটি
জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন । ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে সব চুক্তি উন্মোচন এবং অসম ও পরিবেশ-বিরোধী সব চুক্তি বাতিলসহ ছয় দফার ভিত্তিতে ডিসেম্বরব্যাপী ঢাকা ও সারাদেশে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরা হয় বলে সংগঠনটির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির বাকি দফাগুলো হচ্ছে—ভারত-বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে, দ্রব্যমূল্য জনগণের ক্রয়-ক্ষমতার মধ্যে আনতে হবে, গত ১৫ বছরে হিন্দু-বৌদ্ধসহ সব সম্প্রদায়ের ওপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে, পাচার হওয়া অর্থ দেশে ফিরেয়ে আনার স্পষ্ট ভূমিকা নিতে হবে এবং অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

তাদের কর্মসূচির মধ্যে রয়েছে—৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বসিলা, রাজেন্দ্রপুর, জয়দেবপুর, কাশিমপুর, সাভার, আশুলিয়া, বাইপাইল ও উত্তরায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসকে সামনে রেখে সব থানা-উপজেলায় কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের ১৫ বছরের সব গুম, খুন, ধর্ষণসহ সব মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার কবরস্থানে জুলাই হত্যাকাণ্ডের গণকবর জিয়ারত এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো ও ঢাকা মহানগরে বিজয় শোভাযাত্রা করা।

জাতীয় নাগরিক কমিটি চলতি মাসের মধ্যে দেশের সব জেলা-উপজেলার কমিটি ঘোষণা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া দেশের জ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং তাদের পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে একটি পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্তও নিয়েছে তারা।

Comments

The Daily Star  | English

ICT trailblazers honoured

Five companies and two individuals were honoured this evening at the 9th BRAC Bank-The Daily Star ICT Awards in recognition of their exceptional contributions to the advancement of Bangladesh’s information and communication technology sector

1h ago