নাহিদকে কেন্দ্র করেই আসছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল

নাহিদ ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল চলতি মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে। পাশাপাশি নতুন একটি ছাত্র সংগঠনের ঘোষণাও আসতে পারে।

প্রাথমিকভাবে দল এবং ছাত্র সংগঠন তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলে আহ্বায়ক অথবা সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

এছাড়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং প্রধান সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করতে পারেন বলে জাতীয় নাগরিক কমিটি ও শিক্ষার্থী সংগঠনের পাঁচ জন নেতা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে এ দুটি প্ল্যাটফর্ম নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদ নিয়ে আলোচনা করতে একাধিক বৈঠক করেছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় নাগরিক কমিটির দুই শীর্ষ নেতা ডেইলি স্টারকে জানান, 'এ পর্যন্ত যে ঐকমত্য হয়েছে, তাতে নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হবেন। তবে সবকিছুই নাহিদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।'

সরকারে থাকা আরও দুই ছাত্র প্রতিনিধি- আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলম, দলে যোগ দিতে পারেন।

তবে গতি সঞ্চার করতে ও জনসমর্থন বাড়াতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর উপদেষ্টাদের রাজনৈতিক দলে যোগ দেওয়া উচিত কিনা তা নিয়ে দুটি প্ল্যাটফর্ম আলোচনা করছে।

সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন এবং এর আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার নিজ শহর কুমিল্লা থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেন।

এর প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক মাহিন সরকারও দলে যোগ দিতে পারেন এবং হান্নান হাতিয়া থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। এছাড়া প্ল্যাটফর্মের মুখপাত্র উমামা ফাতেমাও দলে যুক্ত হতে পারেন এবং সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'আমরা একটি মধ্যপন্থী মতাদর্শে দল পরিচালনা করব—না ডানপন্থী, না বামপন্থী। আমাদের আদর্শিক কাঠামো একটি মধ্যম অবস্থান থেকে নির্ধারিত হবে।'

সংক্ষেপিত: ইংরেজিতে মূল প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এই লিংকে 

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire: Trump

US President Donald Trump on Saturday said that India and Pakistan have agreed to a "full and immediate ceasefire," amid both countries launching strikes and counter-strikes against each other's military installations

29m ago