পতাকাশোভিত স্লোগানে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলটির সমর্থকরা।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মী-সমর্থকদের স্লোগানের আওয়াজ তীব্র হতে থাকে।

মূল মঞ্চের আশেপাশে অবস্থান করছেন কর্মী-সমর্থকরা। ছবি: প্রবীর দাশ/স্টার

দুপুরের পর ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, বরিশাল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রাজশাহী, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে বাসে করে সমাবেশস্থলে উপস্থিত হন কর্মী-সমর্থকরা।

এসময় তারা 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত', 'ক্ষমতা না জনতা, জনতা জনতা'সহ বিভিন্ন স্লোগান দেন। 

বাস থেকে নেমে জাতীয় পতাকা হাতে স্লোগানমুখর মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

আগত কর্মী-সমর্থকরা বলেন, নতুন রাজনৈতিক দলের কাছে তাদের প্রত্যাশা বৈষম্যমুক্ত নতুন একটি বাংলাদেশ গঠন।

খুলনা থেকে আসা মিজানুর রহমান কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'জুলাই আন্দোলনে যারা বুকের তাজা রক্ত ঢেকে দিয়েছেন, তাদের জীবনদানের প্রত্যাশা যেন পূরণ হয়, নতুন দলের কাছে এই প্রত্যাশাই করি।'

জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। দলে সদস্যসচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। 

গতকাল বৃহস্পতিবার বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago