৮ বছর পর আজ থেকে আবার ‘লাল গোলাপ’
দীর্ঘ আট বছর পর 'লাল গোলাপ' অনুষ্ঠান নিয়ে ছোটপর্দায় ফিরলেন শফিক রেহমান।
তিনি জানান, '২০১৬ সালের ১৬ এপ্রিল বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবার আমি প্রিয় কাজে ফিরে আসতে পেরে সত্যিই আনন্দিত। আশা করছি, বরাবরের মতো দর্শকরা তাদের ভালোবাসার 'লাল গোলাপ'র সঙ্গেই থাকবেন। সপরিবারে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন।'
এ পর্বের অতিথি ক্যাপ্টেন রেজাউর রহমান। তাহমিনা মুক্তার প্রযোজনায় 'লাল গোলাপ' সম্প্রচার হবে আজ রাত সাড়ে ১১টায় বাংলাভিশনে। এখন থেকে প্রতি রোববার অনুষ্ঠানটি একই সময়ে সম্প্রচার হবে।
শফিক রেহমান আরও বলেন, 'আমার নামের সঙ্গে একাত্মভাবে জুড়ে আছে "লাল গোলাপ" নামটি। দেশ-বিদেশে বহু দর্শকের আকাঙ্ক্ষিত অনুষ্ঠান এটি।'
'লাল গোলাপ' একটি তথ্যভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান। সমসাময়িক দেশি-বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়। একটি নির্দিষ্ট বিষয়ের ওপর প্রতিবেদনও থাকে। পাশাপাশি দেখানো হয় বিভিন্ন সিনেমার অংশবিশেষ।
Comments