বিদেশ যেতে বিমানবন্দরে শফিক রেহমানকে বাধা

শফিক রেহমান। ছবিটি ফেসবুক থেকে সংগ্রহ করা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক শফিক রেহমানকে বিদেশ যেতে আজ বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শফিক রেহমানের ব্যক্তিগত সহকারী সজীব অনাসিস দ্য ডেইলি স্টারকে বলেন, স্ত্রীকে দেখতে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শফিক রেহমানের আজ সকালে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিলো। লন্ডনে তার অসুস্থ স্ত্রীর চিকিৎসা চলছে।

“কিন্তু ইমিগ্রেশন পুলিশ সকাল ৭টার দিকে তাকে ফ্লাইটে উঠতে দেয়নি,” বলেন তিনি।

ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “তাকে [শফিক রেহমান] ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি এর চেয়ে বিস্তারিত জানি না।”

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় এখন জামিনে রয়েছেন শফিক রেহমান। পাঁচ মাস জেল হাজতে থাকার পর গত বছর ৬ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Enforced disappearance: Life term or death penalty for culprits

Government officials will face death penalty or minimum life sentence if found guilty of causing the death of enforced disappearance victims, according to a draft ordinance unveiled yesterday.

8h ago