রুমায় কুকি-চিনের বিরুদ্ধে অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রুমা-বগালেক রোডে মুনলাইপাড়া সংলগ্ন জঙ্গলে এ অভিযান চালানো হয়। ছবি: স্টার

বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি-চিনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে রুমা-বগালেক রোডে মুনলাইপাড়া সংলগ্ন জঙ্গলে বান্দরবান রিজিয়নের রুমা জোনের বিশেষ অভিযানিক সেনা দল এ অভিযান চালায়।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে ওই জঙ্গলে সশস্ত্র সংগঠন কুকি-চিন (কেএনএফ) নতুন আস্তানা তৈরি করেছে। যৌথবাহিনীর এ অভিযানের খবর পেয়ে সংগঠনের সদস্যরা পালিয়ে যায়। 

স্থানীয়দের বরাতে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. সোহরাওয়ার্দী দ্য ডেইলি স্টারকে বলেন, 'রুমা বাজার থেকে ৭ কিলোমিটার দূরে মুনলাই পাড়া এলাকার জঙ্গলে  যৌথবাহিনী অভিযান চালিয়েছে।'

Comments

The Daily Star  | English
Gen Z factor in geopolitics

The Gen Z factor in geopolitics and the Bangladesh-US dynamics

Gen Z should keep in mind that the US cannot afford to overlook a partner like Bangladesh given the country’s pivotal position in South Asia’s economic landscape.

10h ago