যৌথ অভিযানে কেএনএফের ২ সক্রিয় সদস্য আটক: আইএসপিআর

অভিযানে দেশীয় বন্দুক, গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমার বেথেলেপাড়ায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২ সশস্ত্র সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

বেথেলেপাড়ায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে তাদের আটক করা হয় বলে আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এ সময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট জব্দ করা হয়েছে।

বান্দরবানের রুমা ও থানচিতে গত সপ্তাহে ব্যাংক ডাকাতি ও নিরাপত্তা কর্মীদের ওপর হামলা এবং এক ব্যাংক ম্যানেজারকে অপহরণের পর কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে।

এর আগে গতকাল কেএনএফের 'অন্যতম প্রধান সমন্বয়ক' চেওসিম বমকে বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তার করে র‍্যাব। পরে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

 

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

16h ago