বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ১০

শনিবার সকালে রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার চিংড়ি ঝর্ণা এলাকায় খাদে পড়ে যায় পর্যটকবাহী গাড়ি। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার  মাঝামাঝি চিংড়ি ঝর্ণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বান্দররবান জিপ-মাইক্রো বাস মালিক সমিতির লাইনম্যান ফখরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান,  গতকাল শুক্রবার ৪৫ জনের একটি পর্যটক দল বান্দরবান জিপ-মাইক্রোবাস জিপ স্টেশন থেকে পাঁচটি পর্যটকবাহী গাড়িতে কেওক্রাডং ভ্রমণে গিয়ে ফেরার পথে আজ রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি  চিংড়ি ঝর্ণা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়।

বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক জানান, দুর্ঘটনায় দুই নারী পর্যটক নিহত হয়েছেন এবং দুর্ঘটনা কবলিত পর্যটকদের উদ্ধারে কাজ চলছে। হতাহতদের পরিচয় পরে জানানো হবে।

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

12h ago