তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পঞ্চদশ সংশোধনী বাতিল চাওয়া রিটে যুক্ত হলো বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার
স্টার ফাইল ফটো

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিলোপ চেয়ে রিট পিটিশনে পক্ষভুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন করলে আজ মঙ্গলবার তা মঞ্জুর করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। 

হাইকোর্ট বেঞ্চ একটি রুলও জারি করেছেন। রুলে পঞ্চদশ সংশোধনীকে কেন অসাংবিধানিক বলে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন বেঞ্চ।

আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

তারা বলেন, এ রিটের বিষয়ে আদালতকে সহায়তা করার জন্য যুক্তি উপস্থাপন করতে চান আবেদনকারী।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তোলা রুলের ওপর আগামীকাল বুধবার শুনানি হওয়ার কথা আছে।

২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। এর মাধ্যমে সংবিধানে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। 

এ সংশোধনীর পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অধীনে ২০১৪ সালের জানুয়ারিতে, ২০১৮ সালের ডিসেম্বরে এবং চলতি বছরের ৭ জানুয়ারি তিনটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

ত্রয়োদশ সংশোধনী বাতিলের সিদ্ধান্ত বিতর্কের সৃষ্টি করে এবং বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোও ওই সিদ্ধান্তের বিরোধিতা করে।

অবশেষে গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদারসহ পাঁচ নাগরিক পঞ্চদশ সংশোধনীর বৈধতা এবং সাংবিধানিকতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

১৮ আগস্ট ওই রিট দায়ের পরদিন পঞ্চদশ সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য একটি রুল জারি করেন বিচারপতি নাইমা হায়দারের হাইকোর্ট বেঞ্চ। 

আইন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবদের রুলের বিবাদী করা হয়।

 

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

6h ago