তত্ত্বাবধায়ক সরকার বাতিল কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা ও সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তুলে রুল দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার রুলে পঞ্চদশ সংশোধনীকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা আট সপ্তাহের মধ্যে ব্যাখ্যা করতে বলেছে আদালত।
পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুসাশনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ নাগরিকের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শরীফ উদ্দিন ভূঁইয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।
Comments