আবার বেড়েছে পেঁয়াজের দাম, প্রতিকেজি ১৫০ টাকা

পেঁয়াজ
ফাইল ফটো

আবারও বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর বিভিন্ন এলাকায় আজ সোমবার প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকায়।

ঢাকার বাইরে কিছু এলাকায় প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়ে ১৬৫ টাকা পর্যন্ত ছুঁয়েছে।

এর আগে, গত বছরের নভেম্বরে ঢাকায় পেঁয়াজের কেজি ১৫০ টাকা হয়েছিল। 

এরপর পেঁয়াজের দাম ধীরে ধীরে কমে এসেছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

রাজধানীর পল্লবী এক্সটেনশন এলাকার মুদি দোকানি মুজাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে স্থানীয় জাতের পেঁয়াজের দাম বাড়ছে। আজ তিনি প্রতিকেজি বিক্রি করেছেন ১৪০ থেকে ১৫০ টাকায়।

তার দাবি, পাইকাররা চাহিদা অনুযায়ী স্থানীয় পেঁয়াজ না পাওয়ায় দাম বেড়েছে।

শ্যামবাজার পেঁয়াজের পাইকারি বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মাজেদ ডেইলি স্টারকে জানান, স্থানীয় জাতের পেঁয়াজ আজ পাইকারি বিক্রি হয়েছে ১৩০-১৩৫ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ১২০-১২৫ টাকা।

তিনি বলেন, চাহিদার তুলনায় সরবরাহ মাত্র ২০-২৫ শতাংশ। এ কারণে দাম এত বেড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি হওয়ায় হঠাৎ করে দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, স্থানীয় জাতের পেঁয়াজ এক সপ্তাহ আগে প্রতিকেজি ১১০-১৩০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু আজ বিক্রি হয়েছে ১৩০-১৫০ টাকায়।

এদিকে, আমদানি করা পেঁয়াজ আজ প্রতি কেজি ৮০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে। 

টিসিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ শতাংশ এবং আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ২৫ শতাংশ।

Comments

The Daily Star  | English

Working to make people true source of all power: CA

He also said his government's responsibility is to bind people into a larger family

1h ago