পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

প্রায় ৬ মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
প্রতীকী ছবি। স্টার ফাইল ফটো

পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত।

দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানায়।

ভারত জানিয়েছে, পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য (এমইপি) হবে প্রতি টন ৫৫০ মার্কিন ডলার।

রাজনৈতিকভাবে সংবেদনশীল পণ্য পেঁয়াজের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার দেশটির লোকসভা নির্বাচনের মধ্যেই নেওয়া হলো।

ডিজিএফটির একটি বিজ্ঞপ্তিতে জানায়, 'পেঁয়াজের রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি মেট্রিক টন ৫৫০ ডলার এমইপি সাপেক্ষে রপ্তানি হবে।'

 

Comments