লেবাননকে হিজবুল্লাহ মুক্ত করুন, তাহলেই যুদ্ধ থামবে: নেতানিয়াহু

মঙ্গলবার একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, ‘আমি লেবাননের মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে, আপনাদের দেশকে হিজবুল্লাহ মুক্ত করুন। তাহলেই যুদ্ধ থামবে।’
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তব্য রাখছেন নেতানিয়াহু। ফাইল ছবি: রয়টার্স
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তব্য রাখছেন নেতানিয়াহু। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ মুক্ত না হলে লেবাননের অবস্থা গাজার মতো হবে। তিনি দেশটির জনগণের প্রতি হিজবুল্লাহকে প্রত্যাখান করার আহ্বান জানান।

মঙ্গলবার একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, 'আমি লেবাননের মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে, আপনাদের দেশকে হিজবুল্লাহ মুক্ত করুন। তাহলেই যুদ্ধ থামবে।'

তিনি বলেছেন, 'সৌন্দর্য ও সহনশীলতার জন্য একসময় লেবাননকে মধ্যপ্রাচ্যের হীরে বলা হতো। তারপর একদল সন্ত্রাসী তাকে ধ্বংস করল। এই দেশে বিশৃঙ্খলা কায়েম করল। শুরু হলো যুদ্ধ।'

নেতানিয়াহুর বক্তব্য, 'হিজবুল্লাকে অস্ত্র ও অর্থ দিয়ে সমর্থন করে ইরান। তারাই লেবাননকে অস্ত্র ঘাঁটি হিসাবে গড়ে তুলেছে। লেবানন তাদের সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে।'

নেতানিয়াহুর দাবি, 'হিজবুল্লাহর নেতাদের বিরুদ্ধে একের পর এক আক্রমণের ফলে তারা এখন দুর্বল হয়ে পড়েছে। এত দুর্বল তারা অনেক বছরের মধ্যে হয়নি। ফলে লেবাননের মানুষ একটা গুরুত্বপূর্ণ সময়ে এসে পৌঁছেছে।'

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি আরব দেশ হিুজবুল্লাকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে।

নেতানিয়াহু আরও বলেন, 'হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরিদেরও সরিয়ে দিতে পেরেছে ইসরায়েল।'

হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান হাশেম সাফিএদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত
হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান হাশেম সাফিএদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত

নাসরাল্লাহ গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, নাসরাল্লার উত্তরাধিকারী হাশেম সাফিয়েদ্দিনও নিহত হয়েছেন।  নেতানিয়াহু সেই খবরকে সমর্থন করেছেন। তবে প্রধানমন্ত্রী তার নাম উল্লেখ করেননি।

বিমান হামলায় নিহত ৩৬

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় ৩৬ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে সব মিলিয়ে দুই হাজার ১১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ হাজার ১৯ জন।

লেবাননের সরকারি বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ বৈরুতে কমপক্ষে চারটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে।  এই এলাকাটি হিজবুল্লার ঘাঁটি হিসেবে বিবেচিত।

প্রতিরক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট তার প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। যুক্তরাষ্ট্রে গিয়ে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে দেখা করার কথা ছিল তার।

পেন্টাগনের ডেপুটি প্রেস সচিব সাবরিনা সিং সাংবাদিকদের জানিয়েছেন, 'আমাদের জানানো হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তার যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। লয়েড অস্টিনের আশা, খুব  তাড়াতাড়ি গ্যালান্টের সঙ্গে তার বৈঠক হবে।'

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবি: আইডিএফ
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবি: আইডিএফ

এই সফর বাতিলের কোনো কারণ জানানো হয়নি।

তবে ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগে বাইডেনের সঙ্গে কথা বলতে চান। গত সপ্তাহে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাব ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন না করা পর্যন্ত এই সফর স্থগিত রাখা হয়েছে।

এপি, এএফপি, রয়টার্স

 

Comments

The Daily Star  | English

March 7 belongs to people, not just AL: Anu Muhammad

Says any attempt to erase history won't be tolerated

33m ago