কয়েক দিনের মধ্যেই যুদ্ধবিরতি সম্ভব: লেবাননের প্রধানমন্ত্রী

সম্মেলনে বক্তব্য রাখছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ছবি: রয়টার্স
সম্মেলনে বক্তব্য রাখছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ছবি: রয়টার্স

ওয়াশিংটনের মধ্যস্থতায় অচিরেই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

আজ বৃহস্পতিবার লেবাননের আল জাদেদ টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আল জাদেদকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মিকাতি জানান, ৫ নভেম্বরের মার্কিন নির্বাচনের আগেই দুই পক্ষের মধ্যে যুদ্ধে বিরতি দেওয়ার বিষয়টির ওপর জোর দিয়েছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত আমোস হোচস্টেইন।

'হোচস্টেইন আমাকে ফোনে জানান, ৫ নভেম্বরের আগেই যুদ্ধবিরতি সম্ভব। আমরা আশাবাদী, আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে যুদ্ধবিরতি আনতে যা করা দরকার তা করতে পারব,' বলেন মিকাতি। 

রয়টার্স জানায়, গতকাল ইসরায়েলের সরকারি সংবাদমাধ্যম কান ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের খসরা প্রকাশ করেছে।

ওয়াশিংটনের তৈরি করা এই পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম সপ্তাহের মধ্যেই লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল।

ধারণা করা হচ্ছে, এই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতেই আজ বৃহস্পতিবার ইসরায়েল সফর করবেন হোচস্টেইন।

এদিকে লেবাননের এমটিভি ও ইসরায়েলের জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনাদের সরিয়ে আনতে রাজি হয়েছে হিজবুল্লাহ। লিতামি নদীর উত্তরে অবস্থান নেবে তারা। এছাড়া বৈরুতের বিমানবন্দর, বন্দর এবং সিরিয়া সীমান্ত  লেবাননের সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকবে বলে জানিয়েছে লেবানন সরকার।

 

Comments