ফেনীতে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছে ডরিন পাওয়ার

ডরিন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বিদ্যুৎকেন্দ্র, ফেনীতে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করল ডরিন,

ডরিন পাওয়ার তাদের ফেনীর ২২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও এর নন-কারেন্ট সম্পদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ বাড়াতে বিলম্বের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডরিন পাওয়ার তাদের ফেনী বিদ্যুৎকেন্দ্রের সম্পদ বিক্রির সিদ্ধান্তের পেছনে বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ বাড়ানোকে ঘিরে দীর্ঘ অনিশ্চয়তার কথা উল্লেখ করেছে।

এছাড়া প্লান্টের ইঞ্জিন, অল্টারনেটর, সাবস্টেশন যন্ত্রপাতি, ভবন ও স্টিল স্ট্রাকচার ১০ কোটি ৫ লাখ টাকায় বিক্রির জন্য ট্রাস্ট মেরিন সার্ভিসেসের সঙ্গে ভেন্ডর চুক্তির অনুমোদনও দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ডরিন জানিয়েছে, পরবর্তীতে প্রতিযোগিতামূলক বাজার মূল্যে আলাদাভাবে জমি বিক্রি করা হবে।

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

6h ago