৩২৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে রেনাটা

প্রেফারেন্স শেয়ার, রেনাটা লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ,

দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি রেনাটা পিএলসি ৩২৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

ওষুধ কোম্পানিটি বলেছে, ২০২৫ সালের ১২ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি সাপেক্ষে প্রেফারেন্স শেয়ার ইস্যুর উদ্দেশ্য হলো বিদ্যমান ঋণ পুর্নঅর্থায়ন করা।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ওষুধ কোম্পানিটি।

Comments

The Daily Star  | English

Incorporate ‘July Declaration’ into constitution by Aug 5

Demands Nahid at Sherpur rally, warns of mass rally in Dhaka

1h ago