সাজেক থেকে ফিরতে শুরু করেছেন আটকেপড়া পর্যটকরা

sajek

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক থেকে ফিরতে শুরু করেছেন আটকেপড়া পর্যটকরা।

আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু হলে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

এর আগে, গত শনিবার ভোর থেকে সড়ক ও নৌপথে ৭২ ঘণ্টার অবরোধের ডাক দেয় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা। সে কারণে সাজেকসহ আশপাশে প্রায় এক হাজার ৫০০ পর্যটক আটকা পড়েন।

সাজেক কটেজ মালিক সমিতি সূত্র জানায়, সড়ক অবরোধে কারণে সাজেকে প্রায় আট শতাধিক পর্যটক আটকে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় পিকআপ-চাঁদের গাড়িসহ ১১২টি গাড়ি, ১৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ১০৯টি মোটরসাইকেলে করে তারা রওনা হয়েছেন।

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকতা (ইউএনও) শিরিন আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিন দিনের অবরোধে বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকায় পর্যটকরা আটকা পড়েন। আজ যান চলাচল শুরু হওয়ায় সকাল ৬টা থেকে ধাপে ধাপে পর্যটকদের গন্তব্য পৌঁছে দেওয়া হচ্ছে।'

এ ছাড়া, পুলিশ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে ব্যক্তিগত ব্যবস্থাপনায় প্রায় ৫০-৬০ জন পর্যটক হেলিকপ্টারযোগে তাদের গন্তব্যে রওনা দিয়েছেন বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

13h ago