কাশ্মীরে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

হাউসবোটের অগ্নিকাণ্ড। ছবি: এনডিটিভির সৌজন্যে

কাশ্মীরের শ্রীনগরে বিখ্যাত ডাল লেকে পাঁচটি হাউসবোটে আগুন লাগার ঘটনায় বাংলাদেশি তিন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

আজ শনিবার এই দুর্ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, লেকের ৯ নম্বর ঘাটের কাছে পুড়ে যাওয়া হাউসবোটের ধ্বংসাবশেষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে, পুড়ে যাওয়া মরদেহগুলো শনাক্ত করার মতো অবস্থায় নেই।

দ্য ডেইলি স্টারের দিল্লি সংবাদদাতা শ্রীনগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানান, এই ঘটনায় মারা গেছেন অনিন্দ্য কৌশাল, দাস গুপ্ত ও মোহাম্মদ মঈনুদ।

তারা 'সাফিনা' নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন৷

হাউসবোটটি থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসের নথি এবং হাউসবোট অপারেটরদের নথি থেকে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

হাউসবোটগুলোতে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে একটি গরম করার যন্ত্রের ত্রুটির কারণে প্রথমে কোনো একটি হাউসবোটে আগুন লেগেছিল।

নিহতদের পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা নিয়ে নিশ্চিত করার পরই মরদেহগুলো হস্তান্তর করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago