যারা অন্যকে ছোট করে রাজনীতি করে, তারা কাপুরুষ: কমলা হ্যারিস

পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারণায় একটি সুপারস্টোর পরিদর্শনে যান কমলা হ্যারিস। ছবি: রয়টার্স
পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারণায় একটি সুপারস্টোর পরিদর্শনে যান কমলা হ্যারিস। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ সমালোচনা করে তাকে 'কাপুরুষ' বলে অভিহিত করেছেন।

গতকাল রোববার এই তথ্য জানিয়েছে রয়টার্স। 

কমলা দাবি করেন, অন্যকে ছোট করাই ডোনাল্ড ট্রাম্পের মূল রাজনৈতিক কৌশল, যা এক ধরনের কাপুরুষতা।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভ্যানিয়ায় এক প্রচারণা সভায় বক্তব্য রাখার সময় এ কথা জানান কমলা। সঙ্গে ছিলেন তার রানিং মেট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ।

আজ থেকে শিকাগোয় শুরু হচ্ছে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে। সেখানে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলার নাম ঘোষিত হবে।

'গত কয়েকবছরে এক ধরনের বিকৃত আচরণ আমরা দেখতে পেয়েছি। বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হতে পারে একজন নেতা কতো শক্তিশালী, তা বোঝার উপায় হল কাকে কাকে সে ছোট করতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা জানি, একজন নেতার শক্তিমত্তা হচ্ছে কাকে কাকে সে ওপরে উঠিয়ে এনেছে, তার ওপর', যোগ করেন কমলা।

কমলা উপস্থিত জনতাকে বলেন, 'যারা অন্যদের অপমান করে, ছোট করার চেষ্টা করে, তারা কাপুরুষ।'

তবে তিনি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেননি।

শনিবার পূর্ব পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারণা সভায় কমলাকে 'পাগলাটে' ও 'উগ্র' বলে অভিহিত করেন ট্রাম্প।

পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্প। ছবি: রয়টার্স
পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্প। ছবি: রয়টার্স

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, জনপ্রিয়তার দিক দিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে সমর্থ হয়েছেন কমলা। জাতীয় পর্যায়ে এবং পেনসিলভ্যানিয়াসহ আটটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে এ ধরনের ফল দেখা গেছে। বিশ্লেষকদের মতে, এই অঙ্গরাজ্যগুলো পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নভেম্বরের নির্বাচনে জয়ী হলে কমলা হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণের সময় যে বক্তব্য দেবেন, তা প্রস্তুত করে রেখেছেন।

রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন তিনি, 'আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক কিছু বলব। এটা হবে নতুন পথ চলা। এই যাত্রায় সবাইকে পাশে চাই।'

শনিবার ট্রাম্প দাবি করেন, বাইডেনের চেয়ে কমলাকে হারানো সহজ হবে।

পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারণায় কমলা-ওয়ালজ। ছবি: রয়টার্স
পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারণায় কমলা-ওয়ালজ। ছবি: রয়টার্স

২০১৬ সালে ট্রাম্পের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উইসকনসিন, মিশিগান ও পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্য।

২০২০ সালে পেনসিলভ্যানিয়ায় জন্ম নেওয়া বাইডেন এই তিন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের কব্জায় নিয়ে আসেন। কমলা চাইবেন সে আধিপত্য ধরে রাখতে।

সোমবার আনুষ্ঠানিকভাবে কমলার হাতে মনোনয়নপত্র তুলে দেবেন বাইডেন।

 

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

7h ago