জীবনযাপনের খরচ কমানোর প্রতিশ্রুতি দিলেন কমলা

ফিলাডেলফিয়ায় কমলা হ্যারিসের প্রচারণা। ছবি: রয়টার্স
ফিলাডেলফিয়ায় কমলা হ্যারিসের প্রচারণা। ছবি: রয়টার্স

নির্বাচনী প্রচারণার শেষ দিনে একাধিক দোদুল্যমান অঙ্গরাজ্য সফর করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। পেনসিলভেনিয়ায় দেওয়া বক্তব্যে  জীবনযাপনের খরচ কমানোর অঙ্গীকার করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ার সবচেয়ে বড় শহর ফিলাডেলফিয়ায় দেওয়া বক্তব্যে কমলা এমন একটি অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার দেন, যেখানে সবার জন্য জীবনযাপনের খরচ কমে আসবে।

বক্তব্যে তিনি এ বিষয়ে তার বিস্তারিত পরিকল্পনার কথা জানান।

কমলা বলেন, 'আমরা কর্পোরেট সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ানোর নিষিদ্ধ করব। আবাসন ও শিশুদের যত্ন সংশ্লিষ্ট খরচ আরও সাশ্রয়ী করে তুলব। আমরা শ্রমিক, মধ্যবিত্ত পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর আরোপিত কর কমিয়ে আনবো।'

'আমরা স্বাস্থ্যসেবার খরচ কমাবো, কারণ আমি মনে করি স্বাস্থ্যসেবা পাওয়া একজন মানুষের মৌলিক অধিকার। এটা শুধু আর্থিকভাবে সচ্ছলদের জন্য বিশেষ সুযোগ নয়', যোগ করেন তিনি। 

আজ মার্কিন নির্বাচনের মহারণ। শেষ দিন পর্যন্ত দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই দিয়ে এসেছেন বিশ্লেষকরা। ঐতিহাসিকভাবে, যেসব মার্কিন নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম ছিল, সেগুলোর চূড়ান্ত ফলাফল আসতে কয়েকদিন সময় লেগেছে।  

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

10m ago