অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিক প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কোনো সরকার সমর্থন করব না: নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব করবে এবং প্রস্তাবিত এ সরকার ছাড়া অন্য কোনো সরকারকে তারা সমর্থন করবেন না।

আজ সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নাহিদ বলেন, 'আমাদের এক দফা ছিল স্বৈরাচারী সরকারের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমরা মনে করি কেবল ব্যক্তিকে সরালেই এ সমস্যার সমাধান হবে না। যে কাঠামোর মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ হয়, সেই কাঠামোর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে।'

তিনি বলেন, 'শেখ হাসিনার পতন আমাদের আন্দোলনের প্রথম ধাপ, যেটা আমরা অর্জন করেছি। এবার আমরা দ্বিতীয় ধাপে যাব। সেজন্য আমরা মনে করি এই অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকের একটি অন্তর্বতীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেখানে অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকদের অংশ থাকবে। সমাজের নাগরিক সমাজ ও পেশাজীবী সমাজের প্রতিনিধি নিশ্চিত করা হবে। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং নাম প্রস্তাব করব।'

'আমরা গত কয়েকদিন ব্যাপক নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম, যোগাযোগহীনতার মধ্যে ছিলাম। আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে। সমাজের নানা পক্ষের সঙ্গে বসতে হবে। আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করতে চাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই রূপরেখা প্রস্তাবনা করব,' যোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, 'যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। যারা এই ফ্যাসিস্ট রেজিমের সময়কালে শহীদ হয়েছে তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি।'

তিনি বলেন, 'শেখ হাসিনা সরকার একটি গণহত্যার সঙ্গে জড়িত। এর আগের পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম-খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবশ্যই বিচার হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে, এর সমর্থক তাদের বিচারের আওতায় আনা হবে।'

'আমরা বলতে চাই অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকদের প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কোনো সরকারকে সমর্থন করব না। সেনা-সমর্থিত সরকার বা রাষ্ট্রপতিশাসিত সরকারকে বিপ্লবী ছাত্র-জনতা গ্রহণ করবে না। আমরা ঘোষণা করছি যে যেসব আন্দোলনকারী ও সমন্বয়ক, নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে, আমরা এই আন্দোলনের কারাবন্দীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। ২৪ ঘণ্টার মধ্যে তাদের আমরা রাজপথে দেখতে চাই,' বলেন নাহিদ।

সমন্বয়ক নাহিদ বলেন, 'আমরা মুক্তিকামী ছাত্র-জনতার কাছে আহ্বান করছি তারা যেন আমাদের সরকারের রূপরেখা ঘোষণার আগ পর্যন্ত রাজপথে থাকেন। আমাদের সতর্ক থাকতে হবে যেন আন্দোলনের সুযোগে ফ্যাসিবাদের দোসররা কোনো অঘটন, নাশকতা বা সহিংসতা করে এ আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। আমরা আহ্বান জানাচ্ছি সবার প্রতি, এই দেশ আমাদের, রাষ্ট্রীয় সম্পদ আমাদের, কেউ যেন লুটপাট, সাম্প্রদায়িক হামলা বা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে। মুক্তিকামী ছাত্র-জনতাকে সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমরা কোনো প্রাণনাশ বা সহিংসতা চাই না।'

'আমরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। আমরা বৈষম্য দূর করার জন্য এই একদফা আন্দোলন ঘোষণা করেছিলাম। আমরা বলতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবার জীবনের ও জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকব,' যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

12h ago