‘আন্দোলনকারীদের প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে’

সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবি: টিভি থেকে নেওয়া

অভ্যুত্থানকারী ছাত্র-জনতার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন। 

এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তারা।

আজ সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ গণমাধ্যমকে এ কথা বলেন।

তারা বলেন, 'অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোন সরকার মেনে নেওয়া হবে না।'

তারা আরও বলেন, 'ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না।' 

এছাড়া, আজ সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমদের মুক্ত করা হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তারা বলছেন, 'শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।'

চূড়ান্ত বিজয় ছাড়া রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ও আসিফ।

আজ রাত ৮টায় কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে বলে জানান তারা।

 

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

1h ago