আন্দোলনের সুযোগে কোথাও যেন সাম্প্রদায়িক সহিংসতা-লুটপাট না হয়: নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

ছাত্র-জনতার আন্দোলনের সুযোগে কোথাও যেন সাম্প্রদায়িক সহিংসতা বা লুটপাট না হয় সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, 'সবার প্রতি আমাদের আহ্বান, ছাত্র-নাগরিক অভ্যুত্থানে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। এর পরবর্তী ধাপগুলো অতিক্রম করার জন্য আমাদের সচেতন থাকতে হবে। আমাদের কাছ থেকে চূড়ান্ত রূপরেখা না আসা পর্যন্ত রাজপথে অবস্থান করতে হবে। তবে আমাদের এই অবস্থান যেন হয় শান্তিপূর্ণ।'

তিনি আরও বলেন, 'আমাদের এই আন্দোলনের সুযোগে যেন কোথাও কোনো ধরনের লুটতরাজ, সাম্প্রদায়িক উসকানি, প্রতিহিংসা ও প্রাণনাশের ঘটনা যেন না ঘটে, সেজন্য বিপ্লবী ছাত্র-নাগরিকদের আহ্বান জানাচ্ছি।'

নাহিদ বলেন, 'আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন এবং কাউকেই এ ধরনের কাজ করার সুযোগ দেবেন না। আমাদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা না আসা পর্যন্ত রাজপথে অবস্থান করবেন।'

রাত ৮টায় কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ।

Comments

The Daily Star  | English
challenges for police to regain public trust

Cops want own commission with sweeping powers

Independent body to end politicisation, nepotism, corruption

15h ago