কোটা বিরোধী আন্দোলন: সায়েন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ। ছবি: ভিডিও ফুটেজ থেকে

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে ঢাকার সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করেছে ঢাকা কলেজ ও এর আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ রোববার দুপুর দেড়টার দিকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল করে সায়েন্সল্যাব এলাকার ব্যস্ত সড়ক অবরোধ করেন তারা। এর ফলে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, 'আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।'

সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীরা আজ বিকেল ৩টার দিকে রাজধানীসহ সারা দেশে ক্যাম্পাসের পাশের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে।

 

Comments