সরকারি চাকরিতে কোটা বাতিল দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ শনিবার সকাল ১০টা দিকে শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থী। দুপুর ১২টায় শান্তিপূর্ণভাবে তারা অবস্থান কর্মসূচি  শেষ করেন।

এদিকে দুই ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে। গতকাল বুধবার আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন।

 

Comments