জামালপুরে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার উপরে যমুনার পানি

পানি কমতে শুরু করলে ভাঙনের তীব্রতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ছবি: সংগৃহীত

জামালপুরের নদ-নদীর পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছেন জেলার প্রায় ২০০ গ্রামের মানুষ। তলিয়ে গেছে ফসলের মাঠ, দেখা দিয়েছে তীব্র ভাঙন।

আজ বৃহস্পতিবার জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৬৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, 'পানি আরও বাড়তে পারে।'

গতকাল সন্ধ্যায় প্রবল স্রোতে দেওয়ানগঞ্জ খোলাবাড়ি এলাকায় প্রধান সড়ক ভেঙে দেওয়ানগঞ্জ ও খোলাবাড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ ছাড়া, জেলার অন্তত পাঁচটি উপজেলার ৪০টি জায়গায় চলছে নদী ভাঙন। উজানের পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলায় ভাঙন।

পানি কমতে শুরু করলে ভাঙনের তীব্রতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Comments

The Daily Star  | English

Jamaat chief collapses twice, continues to speak

He continued addressing the rally while seated on the stage

28m ago