আসামের ১৫ জেলায় বন্যা, ৪ লাখ মানুষ পানিবন্দি

আসামের ভয়াবহ বন্যায় ৪ লাখের বেশি মানুষ পানিবন্দি। ছবি: এএফপি
আসামের ভয়াবহ বন্যায় ৪ লাখের বেশি মানুষ পানিবন্দি। ছবি: এএফপি

বেশ কিছুদিন ধরেই ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি আশংকাজনক। ভারী বৃষ্টিপাতে এই রাজ্যের লাখো মানুষ পানিবন্দি অবস্থায় আছেন।

আজ রোববার ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)।

তবে এখনো ১৫টি জেলার ৪ লাখেরও বেশি মানুষ বন্যাদুর্গত অবস্থায় আছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

এএসডিএমএ'র নিয়মিত বন্যা প্রতিবেদন মতে, গত ২৪ ঘণ্টায় নলবাড়ি জেলায় বন্যার পানিতে ডুবে ১ ব্যক্তি নিহত হন। যার ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, 'শুধু বাজালী জেলায় ২ লাখ ২২ হাজার বন্যাদুর্গত মানুষ আছেন। এছাড়াও, বড়পেটা জেলায় ১ লাখ ৪ হাজার মানুষ বন্যার পানিতে আটকে আছেন।'

এ পরিস্থিতিতে দেশটির ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এক টুইট বার্তায় অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মদির সরকার এই সংকটপূর্ণ মুহূর্তে আসামের জনগণের পাশে রয়েছে।

তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলে তাকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনা দল ইতোমধ্যে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন এবং প্রয়োজনে মাঠে নামার জন্য বাড়তি জনবলও প্রস্তুত রয়েছে'

প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান।

 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago