ঘূর্ণিঝড় রিমাল: সারাদিন হবে বৃষ্টি, দুর্ভোগে ঢাকাবাসী

আজ সারাদিন বৃষ্টি হতে পারে।
বৃষ্টির মধ্যেই বের হতে হয়েছে কর্মজীবী মানুষকে। ছবি: প্রবীর দাশ/স্টার

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকাসহ সারা দেশে আজ রোববার সকাল থেকে দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এর ফলে কর্মজীবী মানুষ, বিশেষ করে অফিসগামীরা ভোগান্তিতে পরেছেন।

সকাল থেকেই ঢাকায় গণপরিবহন সীমিত থাকায় বিভিন্ন গন্তব্যে যেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে কর্মস্থলগামী মানুষকে।

এমনকি অতিরিক্ত চাপ থাকায় রাইড শেয়ারিং অ্যাপগুলো থেকেও প্রাইভেটকার বা সিএনজি পাচ্ছেন না অধিকাংশ মানুষ।

বৈদ্যুতিক সমস্যার কারণে মেট্রোরেল দেড় ঘণ্টা বন্ধ থাকায় এই রুটে চলাচলকারীদেরও পড়তে হয়েছে ভোগান্তিতে।

ঢাকার রাস্তায় দেখা যায়, প্রচুর মানুষ ছাতা মাথায় দিয়ে হেঁটেই কর্মস্থলের উদ্দেশে যাচ্ছেন। তবে, দমকা হাওয়ার কারণে ছাতা নিয়ে বৃষ্টি থেকে খুব বেশি বাঁচাতে পারছেন না তারা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, গতরাত থেকে আজ সকাল ৬টা পর্যন্ত কুতুবদিয়ায় সর্বোচ্চ ১২৫ মিলিমিটার এবং একই সময়ে ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে অধিদপ্তর।

আজ সারাদিন বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

Comments