পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আওয়ামী লীগের মনোনয়ন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনার সুজানগরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার সুজানগর থানায় পাঁচ জনকে আসামি করে মামলার পর পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে।

মামলার নথি থেকে জানা যায়, গত শুক্রবার রাতে গৃহবধূকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে আসামিরা।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. শামিম হোসেনকে গ্রেপ্তার করে।

শামিমকে আদালতের মাধ্যমে রোববার জেলহাজতে পাঠানো হয়। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ১৭ মে সুজানাগরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Comments