পাবনা

পুলিশের কাছ থেকে আ. লীগ নেতা ছিনতাই, আটক ১৬

পাবনার সুজানগরে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ আব্দুল ওহাবকে গতকাল পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তার সমর্থকেরা। ছবি: সংগৃহীত

পাবনার সুজানগরে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ।

আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পাবনা সদর থানায় করা মামলার একজন আসামি।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, বিকেলে আব্দুল ওহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের কাছ থেকে থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে গাড়িতে ওঠায়। এসময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন। তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশ লোক জড়ো হয়ে জোর করে তাকে গাড়ি থেকে ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিতে ৪/৫ জন পুলিশ আহত হন।

ঘটনার পর থেকেই আব্দুল ওহাব ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ এনে একটি মামলা করে।

তিনি জানান, এ পর্যন্ত ১৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের যাচাই বাছাই করা হচ্ছে। প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে এ ঘটনার পর থেকে সুজানগরে উত্তেজনা বিরাজ করছে।

Comments

The Daily Star  | English

Some parties trying to use Mitford incident as political tool: Rizvi

'BNP is a big family. Sometimes one or two miscreants can enter through a loophole.'

40m ago