৩৩ মাসের মধ্যে ডিএসইর প্রধান সূচক সর্বনিম্ন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে, যা গত ৩৩ মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে, সর্বনিম্ন ডিএসইএক্স ছিল ২০২১ সালের ২৫ মে, ৫ হাজার ৮৮৪ পয়েন্ট। তারপর আজ বুধবার সূচক ৩২ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে ৫ হাজার ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ পয়েন্টে। এছাড়া ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৭ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬ পয়েন্টে।

অন্যদিকে টার্নওভার ১৪ দশমিক ২৩ শতাংশ কমে ৪৮৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ইউসিবি স্টক ব্রোকারেজের দৈনিক বাজার আপডেট অনুসারে, জীবন বীমা, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং প্রকৌশল খাত ইতিবাচক ইতিবাচকভাবে লেনদেন শেষ করেছে। তবে, কাগজ ও মুদ্রণ, পরিষেবা ও রিয়েল এস্টেট এবং আইটি সেক্টর নেগেটিভাবে শেষ হয়েছে।

আজ ডিএসইতে ১১২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ২২২টির এবং ৬০টির দর অপরিবর্তিত আছে। হয়নি।

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

55m ago