৫ মাস পর ঢাকা পুঁজিবাজারের সূচক ৬ হাজার ছাড়াল

স্টার ডিজিটাল গ্রাফিক্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছয় হাজার পয়েন্ট অতিক্রম করেছে। আজ রোববার ডিএসইএক্স পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দাঁড়িয়েছে।

এ নিয়ে টানা চতুর্থ কার্যদিবস সূচকের উত্থানে ডিএসইর লেনদেন শেষ হয়েছে।

এদিকে গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পাঁচ দিন পর গতকাল শনিবার রাতে পদত্যাগ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রুবাইয়াত-উল-ইসলাম।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্বুদ্ধ হয়ে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে সুশাসন ফেরার প্রত্যাশায় বড় কোম্পানি ও ব্লু-চিপ শেয়ারে বিনিয়োগ করতে শুরু করেছেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, বিএটি বাংলাদেশ, রবি আজিয়াটা, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের মতো বড় কোম্পানি ও ব্লু-চিপ শেয়ার আজ ভালো করেছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক ও বিএটি বাংলাদেশের শেয়ারের দাম বৃদ্ধি দুই অঙ্কে পৌঁছেছে, যথাক্রামে ১৮ দশমিক ৬১ শতাংশ, ১৭ দশমিক ৩০ শতাংশ, ১১ দশমিক ৮৪ শতাংশ এবং ১১ দশমিক ৫৯ শতাংশ।

আজ বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইএক্স ৯১ দশমিক ০৯ পয়েন্ট বা এক দশমিক ৫৪ শতাংশ বেড়ে ছয় হাজার ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

একইভাবে শরীয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ১০ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে এক হাজার ২৮৫ দশমিক ২৭ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৫১ দশমিক ৬২ পয়েন্ট বা দুই দশমিক ৪২ শতাংশ বেড়ে দুই হাজার ১৮৪ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১৭৩টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৭টির এবং ২০টির দর অপরিবর্তিত ছিল। মোট লেনদেনের সূচক টার্নওভার আগের দিনের তুলনায় ২৫ দশমিক ১২ শতাংশ বেড়ে দুই হাজার ১০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক মূল্য সূচক ৪৮২ দশমিক ৭০ পয়েন্ট বা দুই দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১৭ হাজার ২৮২ দশমিক ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk30 lakh: Prof Yunus

Chief Adviser Prof Muhammad Yunus today said each martyr's family will get Tk 30 lakh from the government, reiterating that his government will rehabilitate families of all mass-uprising martyrs and bear the full expanses of the treatment of all the injured..In a televised address to the n

8m ago