আজ লেনদেনের শুরুতে সূচক বেড়েছে
গতকাল সূচকের পতনে লেনদেন শেষ হলেও আজ সকালে লেনদেনের শুরুতে লেনদেন বেড়েছে।
আজ বুধবার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৪৩ শতাংশ। সকাল ১১টা ৬ মিনিট পর্যন্ত ২২ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২১ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ইসলামী ব্যাংকসহ বড় কোম্পানির শেয়ারের দরপতন হওয়ায় শেয়ারবাজারে সূচকের পর আজ সকালে পুঁজিবাজার ঘুরে দাঁড়ালো।
সকাল ১১টা ৬ মিনিট পর্যন্ত ১৮২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১০৩টি কোম্পানির কমেছে এবং ৯০টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত আছে। মোট লেনদেন হয়েছে ১২৭ কোটি ৬২ লাখ টাকা।
এই সময়ের মধ্যে জিল বাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে নয় শতাংশের বেশি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের দর কমেছে ছয় শতাংশের বেশি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই দশমিক শূন্য তিন শতাংশ বা চার দশমিক ৭৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০৩ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
Comments