সবুজবাগে ট্রাক থেকে নামিয়ে চালককে গুলি

রাজধানীর সবুজবাগে গুলিতে আহত ট্রাকচালক মো. আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত

ঢাকার সবুজবাগ এলাকায় এক ট্রাকচালককে ট্রাক থেকে নামিয়ে মারধরের পর গুলি করেছে দুর্বৃত্তরা।

ডান পায়ে গুলিবিদ্ধ মো. আলমকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাকের মালিক গোলাম ফারুক জানান, মালিবাগ থেকে মাটি নিয়ে আমুলিয়া এলাকায় জমি ভরাটের জন্য নিয়ে যাওয়ার সময় ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, বাইকদিয়া এলাকায় রাস্তায় তাদের ট্রাকে ইটপাটকেল-পাথর নিক্ষেপ করা হয়। এতে সামনের কাঁচ ভেঙে যায়। এসময় ট্রাক থামলে তাদের নামতে বলে দুর্বৃত্তরা। তিনি ও ট্রাকের চালক নেমে দৌড় দিলে সন্ত্রাসীরা দৌড়ে চালক আলমকে ধরে ফেলে। এসময় তাকে মারধরের পর আলম মাটিতে পড়ে গেলে তার পায়ে গুলি করে তারা।

গোলাম ফারুক জানান, আমাকেও গুলি করে তারা। কিন্তু গুলি আমার গায়ে লাগেনি।

কেন তাদের ট্রাক আটকে এভাবে হামলা ও গুলি করা হলো তার কারণ তিনি জানেন না বলে জানান।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আলম শঙ্কামুক্ত আছেন।

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

1h ago