শেফিল্ডকে গোলের মালা পরানোর ম্যাচে আর্সেনালের রেকর্ড

ছবি: এএফপি

নিজেদের মাঠের খেলার চেয়ে প্রতিপক্ষের ডেরায় খেলার চ্যালেঞ্জ অনেক বেশি। কিন্তু সেই কঠিন কাজটাকেই যেন মামুলি ব্যাপার বানিয়ে ফেলেছে আর্সেনাল। চলমান অপ্রতিরোধ্য যাত্রায় ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে গোলের একটি রেকর্ডও গড়েছে তারা।

গতকাল সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের একপেশে ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে তাদের মাঠেই ৬-০ গোলে বিধ্বস্ত করেছে গানাররা। তাদের পক্ষে একবার করে জাল খুঁজে নেন মার্টিন ওডেগার্ড, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, কাই হাভার্টজ, ডেকলান রাইস ও বেন হোয়াইট। অন্য গোলটি জেইডেন বোগলের আত্মঘাতী।

প্রথম ইংলিশ ক্লাব হিসেবে প্রতিপক্ষের মাঠে টানা তিন ম্যাচে ৫ বা এর বেশি গোলের ব্যবধানে জয়ের কীর্তি লিখেছে আর্সেনাল। গত ১১ ফেব্রুয়ারি মিকেল আর্তেতার শিষ্যরা ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে জিতেছিল ৬-০ গোলে। এরপর ১৭ ফেব্রুয়ারি বার্নলির মাঠে তারা ৫-০ গোলের জয় পেয়েছিল।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা শেফিল্ডের জালে ৩৯তম মিনিটের মধ্যেই পাঁচবার বল জড়ায় আর্সেনাল। এতেই ফুটে ওঠে অসম লড়াইয়ে তাদের একচ্ছত্র দাপটের চিত্র। ৮১ শতাংশ সময় বল দখলে রেখে গোলমুখে ২২ শট নিয়ে তারা লক্ষ্যে রাখে দশটি।

এবারের প্রিমিয়ার লিগে প্রথম ক্লাব হিসেবে টানা সাত জয়ের কৃতিত্বও দেখিয়েছে আর্সেনাল। শেফিল্ডের আগে তারা হারায় যথাক্রমে নিউক্যাসল ইউনাইটেড, বার্নলি, ওয়েস্টহ্যাম, লিভারপুল, নটিংহ্যাম ফরেস্ট ও ক্রিস্টাল প্যালেসকে। এই সাত ম্যাচে ৩১ গোল করার বিপরীতে তারা হজম করেছে স্রেফ ৩ গোল।

আর্সেনালের দুর্ধর্ষ ফর্মের কারণে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে এখন চলছে ত্রিমুখী লড়াই। বাকি দল দুটি হলো লিভারপুল ও গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ফলে মৌসুমের শেষদিকে এসে ভীষণ উত্তেজনা ও রোমাঞ্চের আভাস পাওয়া যাচ্ছে।

২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট অর্জন করে দুইয়ে রয়েছে পেপ গার্দিওলার ম্যান সিটি। ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট পাওয়া আর্সেনাল তৃতীয় স্থানে আছে।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

33m ago