জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে ফেনীর ২ পৌর কর্মচারী বরখাস্ত

পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেনী পৌরসভায় জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে পৌরসভার দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন—পৌরসভার কর আদায়কারী নুরুল হুদা এবং স্বাস্থ্য সহকারী পিংকু চন্দ্র দাস।

পৌর সচিব আবুজর গিফরী বলেন, 'জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে পৌর মেয়রের নির্দেশে নুরুল হুদা ও পিংকু চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।'

মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, 'দুর্নীতি করে কেউ পার পাবে না। জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির সঙ্গে জড়িত থাকা অভিযোগ পেয়ে তাদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Time to build the country after overcoming dictatorship: Tarique

Highlights need to build skilled generations across all sectors

1h ago