নির্বাচনী প্রচারণার মধ্যেই জুতার ব্যবসায় ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নাম সম্বলিত 'ট্রাম্প স্নিকারস' জুতা বাজারে এনেছেন। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রচারণার মধ্যেই নতুন এই ব্যবসায় এসেছেন ট্রাম্প।

আজ রোববার এই তথ্য জানিয়েছে সিএনএন।

গতকাল শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে 'স্নিকার কন' নামে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় ডায়াসের ওপর এক জোড়া সোনালি রঙের জুতা রাখেন এবং 'ট্রাম্প স্নিকার' বাজারে আনার ঘোষণা দেন।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে ‘স্নিকার কন’ নামে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় ডায়াসের ওপর এক জোড়া সোনালি রঙের জুতা রাখেন এবং ‘ট্রাম্প স্নিকার’ বাজারে আনার ঘোষণা দেন। ছবি: ডয়চে ভেলে/ম্যানুয়েল বলচে চেনেতা/এপি ফটো/পিকচার অ্যালায়েন্স
ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে ‘স্নিকার কন’ নামে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় ডায়াসের ওপর এক জোড়া সোনালি রঙের জুতা রাখেন এবং ‘ট্রাম্প স্নিকার’ বাজারে আনার ঘোষণা দেন। ছবি: ডয়চে ভেলে/ম্যানুয়েল বলচে চেনেতা/এপি ফটো/পিকচার অ্যালায়েন্স

নতুন এক ওয়েবসাইটে এই জুতার দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার এবং এর আনুষ্ঠানিক নাম উল্লেখ করা হয়েছে 'নেভার সারেন্ডার হাই-টপ স্নিকার।'

ট্রাম্প বলেন, 'আমি গত ১২-১৩ বছর ধরে এটা নিয়ে কথা বলছি এবং আমার ধারণা, এটা খুবই সফল হবে'।

একটি নতুন ওয়েবসাইটের মাধ্যমে এই জুতাগুলো বিক্রি করা হয়। শনিবার রাতের মধ্যেই সবগুলো জুতা বিক্রি হয়ে গেছে বলে ওয়েবসাইটটি জানায়। ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তি সর্বোচ্চ তিন জোড়া জুতা কিনতে পারবেন।

গেট ট্রাম্প স্নিকার্স ডট কম নামের এই ওয়েবসাইটে এই স্নিকারের আরও দুইটি সংস্করণও বিক্রি হচ্ছে। 'টি' ও '৪৫' নামের জুতাগুলো ১৯৯ ডলারে বিক্রি হচ্ছে। ট্রাম্পের নাম সম্বলিত কোলন ও পারফিউম বিক্রি হচ্ছে ৯৯ ডলারে।

টি ও ৪৫ নামের দুইটি জুতাও প্রি-অর্ডার করা যাচ্ছে। ছবি: গেটট্রাম্পস্নিকার্স ডট কম
টি ও ৪৫ নামের দুইটি জুতাও প্রি-অর্ডার করা যাচ্ছে। ছবি: গেটট্রাম্পস্নিকার্স ডট কম

তবে এর কোনোটিই এ মুহূর্তে স্টকে নেই—সবই প্রি-অর্ডার পণ্য।

এই ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাম্প, ট্রাম্পের মালিকানাধীন কোনো সংস্থা বা তার সঙ্গে সংশ্লিষ্ট কেউ এই উদ্যোগে সঙ্গে জড়িত নন। ৪৫ ফুটওয়্যার এলএলসি ট্রাম্পের সঙ্গে লাইসেন্স চুক্তির মাধ্যমে এই উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার নিউইয়র্কের এক আদালত জানিয়েছে, ২৫ মার্চ থেকে ট্রাম্পের বিরুদ্ধে অপর একটি ফৌজদারি মামলার বিচার শুরু হবে।

ট্রাম্পের সোনালি জুতা। ছবি: গেটট্রাম্পস্নিকার্স ডট কম
ট্রাম্পের সোনালি জুতা। ছবি: গেটট্রাম্পস্নিকার্স ডট কম

শুক্রবার ট্রাম্প ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে প্রতারণার মাধ্যমে নিজেদের সম্পদের পরিমাণ বাড়িয়ে দেখানোর অভিযোগে ৩৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়। এর আগে মার্কিন সাংবাদিক ই. জিন ক্যারলের দায়ের করা মানহানির মামলা দোষী সাব্যস্ত হয়ে ৮ কোটি ৩০ লাখ ডলার জরিমানা গুনেছেন ট্রাম্প।

সব মিলিয়ে, গত চার সপ্তাহে ট্রাম্পকে ৪৩ কোটি ৮০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

নিজের ব্র্যান্ডিং করা ফ্যাশন উপকরণ বিক্রিতে এটাই ট্রাম্পের প্রথম পদচারণা নয়। 'ট্রাম্প স্টোর' নামে অনলাইন স্টোরে তার নাম সম্বলিত অসংখ্য পণ্য রয়েছে।

Comments

The Daily Star  | English

Constitution reform commission proposes new principles for Bangladesh

Equality, human dignity, social justice, pluralism will replace nationalism, socialism, secularism

10m ago