নিউ হ্যাম্পশায়ার ও আইওয়ার পর নেভাদা ককাসেও জয়ী ট্রাম্প

সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্প নেভাদায় ৯৯ শতাংশ ভোট পেয়েছেন।
নেভাদা ককাসে জয় পেয়েছেন ট্রাম্প। ছবি: রয়টার্স
নেভাদা ককাসে জয় পেয়েছেন ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে নেভাদা অঙ্গরাজ্যের দলীয় ককাসে বড় জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বিবিসি।

ব্যালটে ট্রাম্পের বিপক্ষে নাম ছিল রায়ান বিঙ্কলির, যিনি পেশায় একজন যাজক ও ব্যবসায়ী।

যার ফলে, নেভাদার ২৬ ডেলিগেটের সবগুলোই ট্রাম্পের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলো তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে এই প্রক্রিয়া ব্যবহার করে থাকে।

সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্প নেভাদায় ৯৯ শতাংশ ভোট পেয়েছেন।

লাস ভেগাসে আয়োজিত বিজয় সংবর্ধনায় ট্রাম্প বলেন, 'আমরা যদি এই অঙ্গরাজ্যে জিততে পারি, তাহলে নভেম্বরের নির্বাচনেও খুব সহজে জিততে পারব'।

নেভাদা ককাসে জয় পেয়েছেন ট্রাম্প। ছবি: রয়টার্স

এর আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের ককাসেও জিতেছেন ট্রাম্প। সব মিলিয়ে তিনিই এখন সবচেয়ে জনপ্রিয় রিপাবলিকান প্রার্থী।

ডোনাল্ড ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি। তিনি নেভাদার ককাসে অংশ নেননি।

পরবর্তী ককাস অনুষ্ঠিত হবে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে। সেখানে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন নিকি হ্যালি।

তিনটি ককাসে পরাজিত হয়েও তিনি সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি যুক্তি দেন, রিপাবলিকান সমর্থকরা ডোনাল্ড ট্রাম্পের বিকল্প চায়।

'ভোটাররা নির্বাচন চায়, (প্রাচীন আমলের রাজাদের মতো) অভিষেক নয়', যোগ করেন তিনি।

নেভাদা ককাসে জয় পেয়েছেন ট্রাম্প। ছবি: রয়টার্স
নেভাদা ককাসে জয় পেয়েছেন ট্রাম্প। ছবি: রয়টার্স

সব মিলিয়ে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আইওয়া ককাসে পরাজয়ের পর নিকটতম ও জনপ্রিয় প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং ট্রাম্পের প্রতি সমর্থন জানান।

বিশ্লেষকরা বলছেন, ২০২৪ এর নির্বাচন চার বছর আগের নির্বাচনের 'রিম্যাচ' হতে যাচ্ছে, যেখানে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়বেন ডোনাল্ড ট্রাম্প।

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

1h ago