জামিন হলেও কাগজপত্রের জটিলতায় আটকে আছে শ্রমিক নেতা বাবুল হোসেনের মুক্তি
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গত ১০ জানুয়ারি জামিন পেলেও জেল থেকে এখনও মুক্তি পাননি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাছলিমা আক্তার বলেন, 'আজ (বুধবার) গাজীপুর কারাগার থেকে বাবুলের মুক্তি পাওয়ার কথা ছিল। আমরা জেল গেটে তার অপেক্ষায় ছিলাম।'
বুধবার রাত ৮টায় গাজীপুর জেলা কারাগারের জেলার মো. তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাবুল হোসেনের জামিন হলেও আইনি জটিলতায় আজ কারাগার থেকে মুক্তি পাবেন না তিনি।'
তিনি বলেন, 'কাগজপত্রের গরমিল ঠিক হলে তার মুক্তি পেতে কোনো বাধা নেই।'
গত ১৪ নভেম্বর রাতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তা থেকে বাবুলকে আটক করা হয়। পরে তাকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হলে আদালত রিমান্ডের আদেশ দেন। ২৪ ঘণ্টার রিমান্ড শেষে ২০ নভেম্বর গাজীপুরের আদালত তাকে কারাগারে পাঠান।
গত ২১ নভেম্বর দুটি নিম্ন আদালত এই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর এ বছরের ১০ জানুয়ারি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।
তার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বাবুলের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
বাবুলের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তখন বলেন, 'বাবুলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় হাইকোর্ট জামিন দিয়েছেন। এফআইআরে তার নাম উল্লেখ করা হয়নি এবং তিনি গার্মেন্টস কর্মী নন। এ ছাড়া মামলা দায়েরের ১৫ দিন পর গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামিনের পর এখন বাবুলের জেল থেকে মুক্তি পেতে কোনো আইনি বাধা নেই।'
Comments