‘নিখোঁজ’ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা বাবুলকে গ্রেপ্তার দেখাল পুলিশ
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন বলে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির এক বিবৃতিতে জানানো হয়।
বুধবার দুপুরে গাজীপুরের বাসন থানার উপ পরিদর্শক সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিবি তাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে।'
তাকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত মাসে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এক বিবৃতিতে জানায়, গাজীপুরে সহকর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ ছিলেন বাবুল। আশুলিয়ার বাসা থেকে বাবুল সহকর্মী ও মজুরি বৃদ্ধির দাবির আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গাজীপুরে যান। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আজ দুপুরে ঢাকায় তাদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অবিলম্বে বাবুলের মুক্তি দাবি করে।
Comments