ইসরায়েল-গাজা সীমান্তে হামাসের ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি

এরেজ সীমান্ত ক্রসিং থেকে ৪০০ মিটার দূরে এ সুড়ঙ্গটির প্রবেশমুখ খুঁজে পাওয়া গেছে। ছবি: এএফপি
এরেজ সীমান্ত ক্রসিং থেকে ৪০০ মিটার দূরে এ সুড়ঙ্গটির প্রবেশমুখ খুঁজে পাওয়া গেছে। ছবি: এএফপি

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে, যেটি এ পর্যন্ত চিহ্নিত হওয়া সুড়ঙ্গের মধ্যে সবচেয়ে বড়।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বিবিসি।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, এরেজ সীমান্ত ক্রসিং থেকে ৪০০ মিটার দূরে এ সুড়ঙ্গটির প্রবেশমুখ খুঁজে পাওয়া গেছে। এটির দৈর্ঘ্য চার কিলোমিটারের বেশি বা প্রায় আড়াই মাইল।

এএফপির এক ফটোগ্রাফারকে সুড়ঙ্গ পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়। তিনি জানান, সুড়ঙ্গটি বেশ বড় এবং এর মধ্য দিয়ে অনায়াসে গাড়ি চলতে পারবে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই সুড়ঙ্গ নির্মাণ করতে লাখো ডলার খরচ ও বেশ কয়েক বছর সময়য় লেগেছে। তারা জানায়, এই সুড়ঙ্গের শাখাপ্রশাখাসহ এটি প্রায় চার কিলোমিটার (আড়াই মাইল) জায়গাজুড়ে বিস্তৃত হয়েছে।

ইসরায়েল-গাজা সীমান্তে হামাসের ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি। ছবি: এএফপি
ইসরায়েল-গাজা সীমান্তে হামাসের ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি। ছবি: এএফপি

ইসরায়েল আরও দাবি করেছে, এই সুড়ঙ্গ নির্মাণের কাজটি তদারকি করেছেন হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহামেদ ইয়াহিয়া। ধারণা করা হয়, ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সিনওয়ার।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও জানায়, তারা সুড়ঙ্গে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ খুঁজে পেয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেকট জানান, হামাস এই প্রকল্পের পেছনে প্রচুর সম্পদ ব্যয় করেছে এবং 'এর উদ্দেশ্য একটাই, আর তা হল ইসরায়েলি ভূখণ্ডে, ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা চালানো।'

বিবিসি এসব দাবি যাচাই করতে পারেনি।

ইসরায়েল-গাজা সীমান্তে হামাসের ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি। ছবি: এএফপি
ইসরায়েল-গাজা সীমান্তে হামাসের ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি। ছবি: এএফপি

তবে বিবিসি অক্টোবরে হামাসের প্রকাশ করা একটি ড্রোন থেকে ধারণকৃত ভিডিও ফুটেজ যাচাই করেছে। এতে দেখা যায়, এরেজ অঞ্চলের এক সুড়ঙ্গের কাছে ইসরায়েলি সেনারা দাঁড়িয়ে আছেন। আইডিএফ অক্টোবরে তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্ট করে জানায়, 'সেনারা এরেজ ক্রসিং এর কাছে সুড়ঙ্গ থেকে বের হয়ে আসা হামাস যোদ্ধাদের চিহ্নিত করতে পেরেছে'।

স্যাটেলাইট ছবিতে নভেম্বরের দিকে এই এলাকায় খনন কার্যক্রম চলতে দেখা গেছে।

 

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago