বিএনপিকে আলোচনার চিঠি পৌঁছে দিতে ঘুরছেন ইসির অফিস সহকারী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু মহাসচিবসহ বিএনপির শীর্ষ নেতারা কারাগারে। অনেকে আছেন আত্মগোপনে। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। এ অবস্থায় আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় এ আলোচনা সভায় অংশ নিতে বিএনপিকে চিঠি পৌঁছে দেওয়ার জন্য ঘুরছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, বিএনপিকে ইসির চিঠি পৌঁছে দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার সকালে কমিশনের একজন অফিস সহকারী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান। তালাবদ্ধ কার্যালয়ে কাউকে না পেয়ে তিনি যান গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে।

সূত্রমতে, সেখানেও কাউকে না পেয়ে আবার ওই কর্মচারী নয়াপল্টনে ফিরে আসেন। দুপুর আড়াইটা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছিলেন।

জানতে চাইলে কমিশনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। মাঝে আরও একদিন সময় আছে। আমরা বিএনপিকে তাদের চিঠিটা পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।'

ঢাকায় গত ২৮ অক্টোবর সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দলের নেতাদের বিরুদ্ধে অন্তত ৪২টি মামলার হওয়ার খবর পাওয়া গেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা পুলিশ 'ক্রাইম সিন' উল্লেখ করে সোমবার পর্যন্ত ঘেরাও করে রেখেছিল। মঙ্গলবার তা সরিয়ে নেওয়া হয়। যদিও কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পুলিশি পাহারা আছে।

নির্বাচন কমিশন সূত্র বলছে, শনিবারের আলোচনা সভায় অংশ নিতে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হচ্ছে। চিঠিতে রাজনৈতিক দলগুলোকে সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা মনোনীত দুজন উপযুক্ত প্রতিনিধিকে আলোচনা অনুষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আলোচনা অনুষ্ঠানটি নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করবেন। নির্বাচন কমিশনাররা সভায় উপস্থিত থাকবেন।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

2h ago