গত ৩ নির্বাচনের সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

বিএনপির শুদ্ধি অভিযান ২০২৫

গত তিনটি জাতীয় নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির একটি প্রতিনিধি দলের রোববার নির্বাচন কমিশন ও শেরেবাংলা নগর থানায় যাওয়ার কথা রয়েছে।

মামলায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের দায়িত্ব থাকা প্রধান নির্বাচন কমিশনারদেরও নাম উল্লেখ করা হবে।

নির্বাচনগুলো ঘিরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনিয়মের ঘটনায় সাবেক নির্বাচন কমিশনারদের ভূমিকা তদন্তের নির্দেশ দেওয়ার পর বিএনপি এই সিদ্ধান্তের কথা জানালো।

ড. ইউনূস গত ১৬ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন এবং তদন্ত পরিচালনার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

সূত্র জানিয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি তিন সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করবে।

গত জানুয়ারিতে নির্বাচনী সংস্কার কমিশন একটি সুপারিশ প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে নির্বাচনী জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সালাহউদ্দিন খান নিশ্চিত করেছেন, ২৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ প্রস্তুত করা হয়েছে।

এই অভিযোগপত্রে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল ছাড়াও সাবেক নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং নির্বাচন সংশ্লিষ্ট পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের নাম রয়েছে।

যদিও তিনি উল্লেখ করেছেন, তালিকাটি চূড়ান্ত নয় এবং অভিযুক্তদের সব নাম এখনো সংগ্রহ করা হয়নি।

তিনি আরও জানান, যারা নির্বাচন পরিচালনা করেছেন, সেসব জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হবে।

বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য না হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।

Comments

The Daily Star  | English

Dengue deaths and infections double in July

The number of dengue deaths and infections in July more than doubled compared to the previous month, underscoring the growing severity of this year’s outbreak.

18h ago