ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে এখনো আলোচনা হয়নি: সিইসি

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: স্টার

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সরকার এখনো নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেনি বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন।

আজ রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, 'ফেব্রুয়ারি বা এপ্রিল, যে সময় নির্বাচন হোক না কেন, প্রস্তুতি রয়েছে। তবে ভোটের ৮-১০ মাস আগে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এই মুহূর্তে ঘোষণা সম্ভব নয়।'

সম্প্রতি ঈদের আগে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণার পর গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে ভোট হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, 'ফেব্রুয়ারিতে হোক বা এপ্রিলে হোক, জাতীয় নির্বাচন যখনই হোক, আমাদের প্রস্তুত থাকতে হবে। আগে আমাদের বলা হয়েছিল ডিসেম্বর থেকে জুন, আমরা ওই টাইমস্প্যান মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছি ও এগিয়ে যাচ্ছি।'

যৌথ বিবৃতি প্রসঙ্গে সিইসি বলেন, 'এ নিয়ে আমি মন্তব্য করতে পারব না, ভেতরে কী আলাপ হয়েছে। শুধু যৌথ বিবৃতি দিয়েছে, সেটা তো আন-সাইনড। এটা কতটুকু জেনুইন তাও তো জানি না। কারও স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন। তাহলে বুঝতাম এটা অফিসিয়াল ডকুমেন্ট।'

এএমএম নাসির উদ্দিন বলেন, 'প্রধান উপদেষ্টা ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার কথা বলেছেন। নির্বাচনটা করবে নির্বাচন কমিশন। দলগুলোর সঙ্গে আলোচনা করে সবাইকে নিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন করতে চাচ্ছেন। আমাদের বুঝতে হবে, পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি।  সব প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে হতে পারে...জয়েন্ট স্টেটমেন্ট দেখেছি, রমজানের আগেও ইলেকশন হতে পারে 'যদি'। এটাকে ফরমাল বা অফিসিয়াল ওয়েতে ভাবতে পারছি না।'

তিনি আরও বলেন, 'সরকারের সঙ্গে আমাদের এখনো কথা হয়নি। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি। যখনই হয় যেন আমরা নির্বাচনটা ডেলিভার করতে পারি। আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না।'

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

8h ago