গাজায় যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দায়ী: হামাস
গাজায় বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছে হামাস।
আজ বুধবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননে এক সংবাদ সম্মেলনে হামাস কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, 'গাজায় বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা দেশগুলোকে বহন করতে হবে।'
ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০০ জনে।
এ ছাড়া ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬১ জন। আহত হয়েছেন ১ হাজার ২৫০ জনের বেশি।
অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন এবং আহত হয়েছেন ৪ হাজার ৪৭৫ জন।
Comments