পরমাণু অস্ত্র থাকলে ইসরায়েল ঘোষণা করুক: এরদোয়ান

গাজায় যুদ্ধাপরাধ চালানো এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধাপরাধ চালানো এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে 'সন্ত্রাসী রাষ্ট্র' হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আজ বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 'হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বরং ফিলিস্তিনি জনগণের নির্বাচিত রাজনৈতিক সংগঠন।'

আল জাজিরা জানায়, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কি না, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তা ঘোষণা করতেও বলেছেন এরদোয়ান। 

পশ্চিম তীরে সহিংসতা চালানোয় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের 'সন্ত্রাসী' হিসেবে চিহ্নিত করতে বিশ্বমঞ্চে কাজ করবেন বলে জানান তিনি।

Comments