ইসরায়েল-হামাসের মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়াল কাতার

কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে প্রয়াত হামাস নেতা ইসমাইল হানিয়ে। গাজায় যুদ্ধবিরতির উদ্যোগে কেন্দ্রীয় ভূমিকায় ছিল কাতার। ফাইল ছবি: সংগৃহীত
কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে প্রয়াত হামাস নেতা ইসমাইল হানিয়ে। গাজায় যুদ্ধবিরতির উদ্যোগে কেন্দ্রীয় ভূমিকায় ছিল কাতার। ফাইল ছবি: সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মাঝে মধ্যস্থতা ও গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে কাতার।

গতকাল শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গাজায় যুদ্ধ শেষ করতে 'দুই পক্ষ গুরুত্ব ও ইচ্ছা প্রকাশ' না করার আগ পর্যন্ত আর মধ্যস্থতাকারীর দায়িত্ব নেবে না দেশটি।এই বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ১০ দিন আগেই দুই পক্ষকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কাতার।

এর আগে রয়টার্স, এপিসহ একাধিক পশ্চিমা বার্তা সংস্থা ও সংবাদমাধ্যমে দাবি করা হয়, মধ্যস্থতাকারীর দায়িত্ব থেকে সরে যাওয়ার পাশাপাশি দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। বিবৃতিতে এই দাবিকে নাকচ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দুই সপ্তাহ আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়।

গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার গণহত্যা পরিচালনা করছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছে, নিহতের সংখ্যা ৪৩ হাজার ৫০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা এক লাখেরও বেশি।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এই গণহত্যার ৭০ শতাংশ হতাহতই নারী ও শিশু।

গতকাল শনিবার গাজায় ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

Comments

The Daily Star  | English

BNP will restore freedom of expression if people give mandate: Tarique

Tarique Rahman said his party aims to build a Bangladesh where no individual can abuse power with impunity

6m ago