সাঈদীকে নিয়ে স্ট্যাটাস

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৬ নেতাকে অব্যাহতি

ছাত্রলীগ

দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল রোববার রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে  উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল জানান, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ওই ১৬ জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তেই এই ব্যবস্থা নিয়েছি৷ আগস্ট মাসের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় আগেই ব্যবস্থা নিতে পারিনি। আমরা এখনও নজর রাখছি। যদি ছাত্রলীগের কাউকে রাজাকার নিয়ে স্ট্যাটাস দিতে দেখা যায় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যাদের রাজাকারের প্রতি দরদ আছে তারা দেশের শত্রু।'

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্তে জানানো যাচ্ছে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কুমিল্লা উত্তর জেলা কমিটির সহসভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার থানা সভাপতি মো. শেখ আবুল কাসেম, দেবিদ্বার উপজেলা  যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগর সহসভাপতি মো. মেজবা উদ্দিন, মেঘনা যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিটু মিয়া, মুরাদনগর উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল খাঁন, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ শাখার সহসভাপতি মো. তারেক, মেঘনার লুটেরচর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. নাঈমুল ইসলাম শান্ত, চান্দিনার গল্লাই ইউনিয়ন সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন সাধারণ মো. ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘাসি ইউনিয়ন সহসভাপতি মো. ফাহিম ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়ন সভাপতি মো. ছাদেক হোসেন ব্যাপারী, চান্দিনার গল্লাই ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, দেবিদ্বারের বরকামতা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হককে অব্যাহতি দেওয়া হলো।

Comments

The Daily Star  | English

BNP proposes term limit for PM, reinstating caretaker government

The party presented 62 proposals to the Constitution Reform Commission

1h ago